..‘এলোমেলো ১ - ৬’..
..‘এলোমেলো-১’..
“..ঘুমিয়ে গেলেও ঘুম ভাঙ্গিয়ে
ঘুম পাড়াতে যাকে;
তুমি কি জানো, তুমি নেই বলে
ঘুম নেই তার চোখে !..’’
..‘এলোমেলো-২’..
“..ভালোই যদি বাসো এ দুচোখ
কেন তাদের ঝরাও এতো?
দেখতে কি চাও এই দুচোখে
তোমার জায়গা কতো ?..’’
..‘এলোমেলো-৩’..
“..রাগ করে অভিমানী
দিন কাটালি কথা-হীন;
রাত কাটাবি কিভাবে
বুক থাকলে আমি-হীন !..’’
..‘এলোমেলো-৪’..
“..আর কখনও বোলনা তুমি
আমার বাসায় যাবে;
ঘুম হবেনা আমার,
শুধুই স্বপ্ন দেখা হবে !..’’
..‘এলোমেলো-৫’..
“..হঠাৎ করেই তপ্ত রোদে
বইলো বাতাস শীতল;
ভুল করে কি চুল থেকে তুমি
সরিয়ে ছিলে আঁচল ?..’’
..‘এলোমেলো-৬’..
“..অবশ করতে আমাকে তুই
খুঁজছিস কি প্রিয়া?
তোর কণ্ঠই তো আমার জন্য
ভোকাল এনেস্থেশিয়া !..’’
No comments:
Post a Comment