..‘অনেক দিন পর আজ’..
“..অনেক দিন পর আজ
ফেলে আসা অরণ্যের আলপথে খালি পায়ে হাঁটলাম।
অদ্ভুত একটা শীতল ভালোলাগা ছিল ধমনী-শিরায়;
বাহির ছুঁয়েও যে ভেতর স্পর্শ করা যায় -
আরেকবার উপলব্ধি করলাম।
খুব পরিচিত লাগছিল পাতার ভাঁজে-ভাঁজে, ডালের ফাঁকে-ফাঁকে
লুকিয়ে থাকা প্রিয়দের কণ্ঠস্বর, পায়ের তলায় রুপার দানার মতো
ভেঙ্গে যাচ্ছিলো স্পন্দিত ঘটনাবলীর শুকনো পত্রগুচ্ছ
ছুটে যাওয়া কিশোরীর পিঠে দুলতে থাকা
বেণীর মতো দিক হারানো বাতাস
এলোমেলো করে দিচ্ছিলো কাঙ্ক্ষিত সুবাসে
অবচেতন মনের দীর্ঘশ্বাস জমা বরফ গলে গিয়ে
কখন যে এখানে-সেখানে
স্বচ্ছ ডোবা তৈরী করে রেখেছিল -
বুঝিনি সেখানে এখনও দেখা যেতে পারে
অস্পষ্ট মুখায়বগুলো!
খুব ইচ্ছে করছিলো চোখ বন্ধ করে বৈষম্যহীন অনুভবে
ঐ কণ্ঠগুলোতে অনন্তকাল চুমু খেতে;
ঐ শুকনো পাতার তৈরী পোশাক বানিয়ে
গায়ে জড়িয়ে বুক পকেটে হারানো সুবাস জমা করে
একটু পর পর লুকিয়ে লুকিয়ে গন্ধ নিতে!
আমার ঘরে তো কোন আয়না নেই;
কেন অস্পষ্ট হয়ে যাচ্ছে মুখায়বগুলো?
ওঁরা কি জানে না -
ওঁরাই আমার আয়না?..’’
No comments:
Post a Comment