April 23, 2013

..‘এলোমেলো ১ - ৫’..

..‘এলোমেলো ১ - ৫’..

..‘এলোমেলো-১’..

“..তুই - তুমি - আপনি যেভাবেই ডাকি
ঠোঁটে - মুখে - মুঠোতে নয়
ছোট্ট বুকের পাঁজরতলেই
আমি তাকে রাখি!..’’

..‘এলোমেলো-২’..

“..তুমি আসোনি গতরাতে - তাই
আঁধারে ছিল না ঘ্রাণ;
জোসনা হয়েছিল শয্যাসঙ্গী
অযাচিত - নিষ্প্রাণ!..’’

..‘এলোমেলো-৩’..

“..দালানকোঠা নয়, গাছতলাও নয়
একটু পেতে ঠাই -
এই জীবনে আমি
তোর ভেতরটাকেই চাই!..’’

..‘এলোমেলো-৪’..

“..ভালো লাগে হাসন - লালন
রবীন্দ্র - নজরুল
এবং
হঠাৎ নীরব সঙ্গীত -
তোমার ভেজা চুল!..’’

..‘এলোমেলো-৫’..

“..আমি আছি এবং থাকবো
ঠিক যেমনটা ছিলাম;
নিচ্ছি, নেবো গন্ধ তোমার
ঠিক যেভাবে নিতাম!..’’

1 comment:

Mimbo.. said...

Mugdhota ka.tei na..