..‘কথকতা’..
“..তোমাদের কমলা রঙের উচ্ছ্বাসের ভেতর
বিষাদের সবুজ মেশাতে পারিনি
কারো নৈশব্দের শান্ত নদে
‘ভোঁ’ বাজানো জাহাজ হয়ে উঠিনি
তারাগুলো নৈমিত্তিক আড়াল হলে
ভাবি,
এ বুঝি আমারই দারিদ্র –
আকাশ থেকে এখনও কোন
তারা নামাতে শিখিনি,
জলে তারার প্রতিবিম্ব দেখে
কবিতা লিখেছি
কখনো ঊর্ধ্বে চেয়ে দেখিনি,
জলে চাঁদ দেখা যায় –
পূর্ণ গোলক;
জোসনার কথা শুনেছি অনেক
জলে ছুঁয়ে তারে কখনো পাইনি
জলে ডুবে পাওয়া যায় কি?
জল নাকি বাষ্পের পাখা মেলে!
জলে পাওয়া যায় না কি?..”
“..তোমাদের কমলা রঙের উচ্ছ্বাসের ভেতর
বিষাদের সবুজ মেশাতে পারিনি
কারো নৈশব্দের শান্ত নদে
‘ভোঁ’ বাজানো জাহাজ হয়ে উঠিনি
তারাগুলো নৈমিত্তিক আড়াল হলে
ভাবি,
এ বুঝি আমারই দারিদ্র –
আকাশ থেকে এখনও কোন
তারা নামাতে শিখিনি,
জলে তারার প্রতিবিম্ব দেখে
কবিতা লিখেছি
কখনো ঊর্ধ্বে চেয়ে দেখিনি,
জলে চাঁদ দেখা যায় –
পূর্ণ গোলক;
জোসনার কথা শুনেছি অনেক
জলে ছুঁয়ে তারে কখনো পাইনি
জলে ডুবে পাওয়া যায় কি?
জল নাকি বাষ্পের পাখা মেলে!
জলে পাওয়া যায় না কি?..”
No comments:
Post a Comment