..‘আমার চোখের ফ্রেমে’..
“..আমারও দু’চোখ ছিল, গাঙচিল দৃষ্টি ছিল আমারও সুতীক্ষ্ণ
জল দেখতাম জলের মতোন, জোস্নায় দেখতাম চাঁদের দহন
রোদ-বৃষ্টি-মেঘ-নীলাকাশ-ভয় জাগানো রাত দেখতাম যখন তখন
এভাবে নয়, ঠিক এভাবে নয়; আমি দেখতে চেয়েছিলাম দেখাবার মতোন!
“..আমারও দু’চোখ ছিল, গাঙচিল দৃষ্টি ছিল আমারও সুতীক্ষ্ণ
জল দেখতাম জলের মতোন, জোস্নায় দেখতাম চাঁদের দহন
রোদ-বৃষ্টি-মেঘ-নীলাকাশ-ভয় জাগানো রাত দেখতাম যখন তখন
এভাবে নয়, ঠিক এভাবে নয়; আমি দেখতে চেয়েছিলাম দেখাবার মতোন!
প্রাপ্তির বর্ণছটা যখন শতদলে নিজেদের মেলে ধরে প্রজাপতি মিছিলে
আমি তাদের দেখতে পাই মুগ্ধ বাতাসের মতো
আমি তাদের গেঁথে নিতে চাই দু’চোখে
যেভাবে সবুজ-শান্ত দীঘির জল ধরে রাখে মাছেদের কাঁপন!
যেভাবে এলোকেশী হাওয়া ছুঁয়ে দেয়, নুইয়ে দেয় সোনালী ধানক্ষেত
উৎসবে-পার্বণে আশীর্বাদ বিলানো অগ্রজের মতো
অথবা বৃষ্টিস্নাত রাস্তায় হুডতোলা রিকশায় উদ্বেলিত যুগল কদমফুল
কিংবা সীমাবদ্ধতার আকাশ ফুঁড়ে প্রত্যয়ী একরোখা চুলের
সুনীল মেঘদল হয়ে যাওয়া
অথবা প্রশান্তির মতো অজস্র নক্ষত্রদের ফুটে উঠা
দরিদ্রতমর ধোঁওয়া উড়া ভাতের থালে
এবং শ্লোগানে মুখর উচ্চকিত কণ্ঠ, মুঠোবদ্ধ অনমনীয় হাত
নিকষ কালো ভয়, অনিশ্চিত আগামীকাল;
প্রলাপ বকা একঘেয়ে কম্পিত জ্বরের রাত
আর কিছু অনুভূতি ঈপ্সিত, কিছু মুখছবি অঙ্কিত!
আমি তাদের দেখতে পাই মুগ্ধ বাতাসের মতো
আমি তাদের দেখাতে চাই সূর্যালোকের মতো
আমি চাইনা তারা বাঁধা পড়ে থাকুক দৃশ্যাবলী নামে
আমি চাই দেখুক সবাই,
দেখুক সবাই মুহূর্তের মধ্যে ধরা মহাকাল –
আমার চোখের ফ্রেমে!..”
আমি তাদের দেখতে পাই মুগ্ধ বাতাসের মতো
আমি তাদের গেঁথে নিতে চাই দু’চোখে
যেভাবে সবুজ-শান্ত দীঘির জল ধরে রাখে মাছেদের কাঁপন!
যেভাবে এলোকেশী হাওয়া ছুঁয়ে দেয়, নুইয়ে দেয় সোনালী ধানক্ষেত
উৎসবে-পার্বণে আশীর্বাদ বিলানো অগ্রজের মতো
অথবা বৃষ্টিস্নাত রাস্তায় হুডতোলা রিকশায় উদ্বেলিত যুগল কদমফুল
কিংবা সীমাবদ্ধতার আকাশ ফুঁড়ে প্রত্যয়ী একরোখা চুলের
সুনীল মেঘদল হয়ে যাওয়া
অথবা প্রশান্তির মতো অজস্র নক্ষত্রদের ফুটে উঠা
দরিদ্রতমর ধোঁওয়া উড়া ভাতের থালে
এবং শ্লোগানে মুখর উচ্চকিত কণ্ঠ, মুঠোবদ্ধ অনমনীয় হাত
নিকষ কালো ভয়, অনিশ্চিত আগামীকাল;
প্রলাপ বকা একঘেয়ে কম্পিত জ্বরের রাত
আর কিছু অনুভূতি ঈপ্সিত, কিছু মুখছবি অঙ্কিত!
আমি তাদের দেখতে পাই মুগ্ধ বাতাসের মতো
আমি তাদের দেখাতে চাই সূর্যালোকের মতো
আমি চাইনা তারা বাঁধা পড়ে থাকুক দৃশ্যাবলী নামে
আমি চাই দেখুক সবাই,
দেখুক সবাই মুহূর্তের মধ্যে ধরা মহাকাল –
আমার চোখের ফ্রেমে!..”
1 comment:
The Star Gold Coast casino review - JT Hub
In this review, we take 전주 출장마사지 a 상주 출장샵 look at 포항 출장안마 The Star Gold 경산 출장안마 Coast's gaming, slot, table, 광양 출장마사지 hotel, dining, entertainment and more.
Post a Comment